আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের দিনকালঃ দুটোটি পোস্ট নিয়া আমার প্যাচাল

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

কয়দিন ব্লগে আইতে পারতাছি না নিয়মিত... মানে আগের মতন, কালকে ব্লগে ঢুইক্যাই চক্ষু আকাশে উইঠ্যা গেল !! আমাদের সহব্লগারের লেখ্যার হেডিং দেখে... ভিতরের মাল পড়লাম প্রথম দুই প্যাড়ায় কি বলচে বুঝলাম না, ওনার প্রস্তাবনা মোটামুটি ঠিকই আছে মনে হলো । বুঝলাম ওনি বোধহয় পুরো বিষয়টা জানতেন না । রাগিবভাই বোধহয় প্রথম কমেন্টে তাই বলার চেষ্টা করেছে ।

আজকে ব্লগে আইস্যা দেখি আরো একখান পোস্ট । এইটা সিরিয়াস । মুক্তিযোদ্ধা আর অ-মুক্তিযোদ্ধা । শব্দটা চোখে লাগল । অ-মুক্তিযোদ্ধা তো আমরা ১৯৭১ এর পর বাল-বাচ্চা সবাই ।

অমুক্তিযোদ্ধা ১৯৭১ এর আগেও আছিল । আমার দাদায় নানায় । কিন্তু মামা কাকার মুক্তিযোদ্ধা আছিল । এর বাইরে কিছু মানুষ রুপী জানোয়ার আছিল , হেগো আমরা কই রাজাকার । কিন্তু এই অমুক্তিযোদ্ধা শব্দের ব্যবহার একটু খোচা খোচা লাগে ।

একজন সামাজিক ভাবে প্রতিষ্ঠিত বুদ্ধিজীবির এমন বক্তব্য আমাকে পীড়া দিয়েছে । তার দুটো লেখাই শেষ প্যারার সাথে প্রথম বা দ্বিতীয় প্যারা খুব বেখাপ্পা লাগে ... আমি বুঝি না । অবশ্য আমার বোঝার কতাও নয় । এমনিতেই আমার মাথায় সব ঢুকে না । তার মধ্যে যে গরম পড়ছে!!!!!! মাথা কি ঠিক আছে ?? ওনি কি বলেছেন আমি বুঝি নাই ।

ওনি যদি ওনার শেষ প্যারার বক্তব্যই ইনিয়ে বিনিয়ে প্রথম দুই প্যারায় বলেন তাহলে ঠিক আছে । তবে সে বিষয়ে একটি কথাই বলব , আপনিও জানেন আমি জানি ব্লগের রাজাকাররা কেহই লেবেল লাগিয়ে ঘোরে না "আমি রাজাকার" । তাহাদের কর্মই প্রমাণিত হয় । আবার যদি কেহ এমন করে তাহাকে ব্যান করার দাবি উঠবে এবং করা হবে । আপনি ব্লগের সকল রাজাকারদের ব্লগে রাজাকারির তথ্য হাজির করুন আমরা আপনার সাথে যুক্ত হয়ে বলব সকল রাজাকারদের ব্যান করো ।

একজন একজন করে সকল রাজাকারকেই নির্মুল করা হবে । সো আপসেট হবার কিছু নাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.