নিজেকে নস্টালজিক করিবার টুলস বিশেষ মাত্র
[আমাদের খুদে জাফর ইকবালকে পচিয়ে লেখা]
ফাহিম
আমগোর ব্যাচে চাপাবাজের
অনেক পোলাই আছে,
“কথার মেশিন” নামটা বোধ হয়
ফাহিম মিয়ার সাজে!!
রেজাল্ট তাহার না পড়িয়াও
ভীষণ রকম ভালো,
পাশ করিয়াই সে হইলো
আমগো ব্যাচের আলো।
বগলা মিয়ার পরপরই
চাকুরী করল DONE
UIU-র বদৌলতে,
বেকার অবসান।
হইয়া টিচার সপ্তাপরে
ঢুকল গ্রামীনফূনে,
রহস্য কি? এত জলদি?
“পুরান কথা, সেই যে চাপার গুণে”
ঢুইকা গ্রামীণফুনে
তাহার কর্পোরেটের পাট,
“আমি হলাম ইঞ্জিনিয়ার”
এই জামানার লাট।
স্বভাবতই হঠাৎ করে,
অবাক কইরা দিয়া,
কানাডায় চইলা গেলো
Uni- আকাদিয়া।
শুনতে হয়না কথার মেশিন
সেই যে ঘ্যানর ঘ্যান,
কিন্তু আমরা সবাই
“প্রবাস থেকে-র” ফ্যান।
গেট-টুগেদার আজকে হলো
কই সে কথার ফুলঝুরি,
ফাহিম তুই থাকিস দূরে
আমরা সবে মিস করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।