কাজের যখন পাহাড় জমে টেবিল পুরো কাগজে কিছুই আর কাজ করেনা মোটা মাথার মগজে এটা কর ওটা কর ওটার আগে এটা চাই দিচ্ছে তাগিত কাজের পিরিত ব্রাঞ্চ ম্যানেজার বস মশাই কিরিং কিরিং পড়ছেযে রিং বেরসিক ফোনটা কাজের ফাঁকে ক্লায়েন্ট কোয়েরী চরমে আছে মেজাজটা! চা গরম শরবত হয়ে তাকিয়ে আছে হতাশে খাচ্ছ খাব করে করে ছেড়েই দিলাম গন্ডদেশে কাজ ফেলে হচ্ছে টা কি! হঠাৎ এলো ঘূর্ণীঝড় সাম হয়্যার ব্লগে ছিলাম ওপেন ছিল মনিটর জি স্যার, সরি স্যার এমন ভুল হবেনা আর কাজ ছাড়া অন্য কিছু অফিস বসে করবনা আর বললেই হলো! যায়কি পারা! ব্লগ ছাড়া সময় পার? যতই বলি বিদায় দিলাম আসতে হয় বারে বার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।