আমাদের কথা খুঁজে নিন

   

রিপাবলিকানদের ওবামা বিরোধী সাড়াশী প্রোপাগান্ডা

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

ওবামা ও হিলারির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে হিলারি ইরাকে আমেরিকান আগ্রাসনের বিপক্ষে তেমন সোচ্চার নন; অন্যদিকে বারাক উচ্চকিত, রিপাবলিকানদের চক্ষুশূল হয়েছেন। রিপাবলিকানদের একটা ভাল সমর্থন পাচ্ছেন হিলারি - কারণ ম্যাককেইনের নির্বাচনী উপদেষ্টারা ওবামাকে আক্রমন করে এরমধ্যে বক্তব্য-বিবৃতি দেয়া শুরু করেছে। ওবামা হিলারির মত জৌলুসের মধ্যে বড় হননি, বরঞ্চ তাকে যুদ্ধ করে বড় হতে হয়েছে। লম্পট বিল ক্লিনটন লিউনিস্কির সাথে ফস্টিনস্টি করে ধরা পড়ার পরেও হিলারী কেবল মাত্র নিজের রাজনৈতিক ক্যারিয়ারের কথা চিন্তা করে পুরুষ মনস্তত্বকে কবজা করার জন্য বিলকে ক্ষমা করে দিয়েছেন। এছাড়া হেলথ ইন্সুরেন্স নিয়ে ওবামা ও হিলারীর মধ্যে পার্থক্য তেমন গুরুত্বপূর্ণ না হলেও ডেমক্রেটিক ক্যাম্পেইনে হেলথ ইন্সুরেন্স এবার প্রমিনেন্ট হিশেবেই থাকছে।

তবে সবচেয়ে জঘন্য বিষয় হলো, রিপাবলিকানদের ওবামা বিরোধী সাড়াশী আক্রমন, যাদের সাথে তাল মিলিয়ে হিলারী এবং হোয়াইট গোষ্ঠী ক্রমশ রেসিয়াল হয়ে উঠেছে। ইতোমধ্যে তারা বলতে শুরু করেছে, ওবামা প্রেসিডেন্ট হলে আল কায়দা ও এক্সট্রিমিসটদের জয় হবে। নাইন/ইলেভেনের মত ঘটনা ঘটাতে আরো সাহসী হবে। কেউ কেউ ওবামার "হোসেইন" মিডল নামের কারণে ক্রিস্টিয়ানির বিরুদ্ধে মুসলিমদের আমেরিকা বিজয় হিশেবেও দেখছেন। রিপাবলিকানদের কেউ কেউ হিলারী ও ওবামার নির্বাচনী যুদ্ধকে ঐতিহাসিক ব্লাক-হোয়াইট কনফ্লিক্ট হিশেবে চিন্থিত করছেন - বলা হচ্ছে ওবামা অন্ধ কৃষ্ণাঙ্গদের নিরঙ্কুশ সমর্থন পাচ্ছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।