আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়াকে রাশিয়ার পরামর্শ

সিরিয়াকে রাসায়নিক অস্ত্র ত্যাগের পরামর্শ দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেমকে তিনি এ পরামর্শ দেন। অপরদিকে রাশিয়ার পরারাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে সিরিয়ায় পশ্চিমাদের হামল‍া হলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলেও হুঁশিয়ারি করেন। সিরিয়ায় সামরিক হামলা ‘সন্ত্রাসবাদের বিস্ফোরণ ঘটাবে’ এবং শরণার্থীর এক নয়া স্রোতের সৃষ্টি করবে বলে মন্তব্য করেন।

সোমবার মস্কোয় সিরিয়‍ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেমের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন সার্গেই ল্যাভরভ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এখনও আলোচনার জন্য প্রস্তুত আছেন বলে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বলেছেন, সংঘাত এড়াতে আন্তর্জাতিক কর্তৃপক্ষের কাছে রাসায়নিক অস্ত্র সমর্পন করুন যাতে তারা সেগুলো ধ্বংস করে ফেলতে পারে।

অপরদিকে সুইজারল্যান্ডের জেনেভার শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আগ্রহ ব্যক্ত করেছে সিরিয়া। কোনো ধরনের পূর্ব শর্ত ছাড়াই বাশার আল-আসাদের সরকার শান্তি আলোচনায় বসতে চায় বলে জানিয়েছেন ওয়ালিদ মুয়াল্লেম।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।