আমাদের কথা খুঁজে নিন

   

এবার ভয়াবহ ষড়যন্ত্র সিরিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের । তৃতীয় যুদ্ধও বাধতে পারে

মধ্যপ্রাচ্যে মিশরকে হারানোর পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের জন্য কৌশলগতভাবে ত্রাহি ত্রাহি অবস্থা। সৌদি সাহায্য করলেও ইসরাইল থেকে অনেক দূরে ফলে ইসরাইলের জন্য খুব একটা সুবিধাজনক নয়। সে কারণে এখন সিরিয়া হচ্ছে তাদের মূল টার্গেট। দেশটিকে নিয়ে শুরু হয়েছে তাদের নতুন ষড়যন্ত্রের খেলা। সিরিয়ার ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আমেরিকা ও ব্রিটেন তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে চাইছে।

এক্সিকিউটিভ ইনটেলিজেন্স রিভিউ’র সম্পাদক ও খ্যাতিমান রাজনৈতিক বিশ্লেষক এডওয়ার্ড স্পানাস ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেছেন। তিনি বলেছেন, আমেরিকা ও ব্রিটেন সিরিয়ায় একটি যুদ্ধ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে যা শুধুমাত্র গৃহযুদ্ধ হিসেবে সীমাবদ্ধ থাকবে না বরং তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে এবং খুবই দ্রুতগতিতে সে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে। কারণ এ যুদ্ধে রাশিয়া ও চীন দু’দেশের সঙ্গেই সংঘর্ষ লাগবে। [গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রাশিয়া ও চীনকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দেয়ার জন্য এ দু’দেশকে মূল্য দিতে হবে। ফ্রান্সের রাজধানী প্যারিসে কথিত ‘ফ্রেন্ডস অব সিরিয়া’ বৈঠকে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ক্লিনটনের এ হুঁশিয়ারির পর মার্কিন বিশ্লেষক এডওয়ার্ড স্পানাস এসব কথা বললেন। সিরিয়ায় সামরিক হামলার বিরোধিতা করায় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন। এ অঞ্চলে কোনো রকমের যুদ্ধ হলে তার জন্য চরম মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেন এ বিশ্লেষক। পুতিনের অব্স্থানের প্রতি সমর্থন জানিয়ে এডওয়ার্ড স্পানাস বলেন, “আমি মনি করি রাশিয়া ও পুতিনের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, তারা ঘুরে দাঁড়িয়েছেন এবং কোনো সরকার পরিবর্তন হবে না বলেও জানিয়ে দিয়েছেন। ” তিনি সিরিয়ার বর্তমান অবস্থাকে মারাত্মক বলে উল্লেখ করেন।

সিরিয়া প্রসঙ্গে চীনের ভূমিকা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন যে বক্তব্য দিয়েছেন তাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ উইমিন বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। শুক্রবার প্যারিসে কথিত ‘ফ্রেন্ডস অব সিরিয়া’ বৈঠকে চীন ও রাশিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে হিলারি বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের প্রতি সমর্থন দেয়ার জন্য রাশিয়া ও চীনকে মূল্য দিতে হবে। শুক্রবার প্যারিসে কথিত ‘ফ্রেন্ডস অব সিরিয়া’ বৈঠকে চীন ও রাশিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে হিলারি বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের প্রতি সমর্থন দেয়ার জন্য রাশিয়া ও চীনকে মূল্য দিতে হবে। হিলারি আরো বলেন, “আমি বিশ্বাস করি না সিরিয়ার পক্ষে অবস্থান নেয়ার জন্য চীন ও রাশিয়াকে আদৌ কোনো মূল্য দিতে হচ্ছে।

তবে, এ পরিস্থিতির পরিবর্তন হবে তখনই যখন সম্মেলনে অংশ নেয়া প্রতিটি দেশ এ কথা স্পষ্ট করবে যে, চীন ও রাশিয়াকে মূল্য দিতে হবে। ” কথিত ফ্রেন্ডস অব সিরিয়ার বৈঠক বয়কট করেছে চীন ও রাশিয়া। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ উইমিন বলেন, সিরিয়া সংকট নিরসনের বাধা হয়ে দাঁড়ায়নি বেইজিং। তিনি আরো বলেন, সিরিয়ার জনগণের মৌলিক স্বার্থ রক্ষা এবং সিরিয় সংকট সমাধান ও মধ্যপ্রাচ্যের শান্তি-স্থিতিশীলতা ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে চীন। # ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.