রাসায়নিক অস্ত্র ব্যবহারের ঘটনায় সিরিয়া সরকারকে নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেন, প্রেসিডেন্ট ওবামা মনে করেন অরক্ষিত মানুষের ওপর জঘন্যতম অস্ত্র ব্যবহারের জন্য সিরিয়াকে জবাবদিহি করতে বাধ্য করা দরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
এদিকে, এক টেলিফোন কথোপকথনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোনো প্রমাণ নেই।
অপরদিকে, বিবিসি জানিয়েছে দামেস্কের কাছে গত সপ্তায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে যে জায়গাটিতে সেখানে ৩ ঘণ্টার মতো সময় কাটিয়েছেন জাতিসংঘের রাসায়নিক অস্ত্র পরিদর্শকরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।