অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।
দুলছে এ ছোট্ট পড়ার ঘরের ফাটা ছাঁদ,
দুলছে জানলার ফাঁকে মেঘে ঢাকা আধা চাঁদ,
দুলছে কাঁচা-পেয়ারা-সবুজ দরজার কাঠ,
দুলছে স্বপনে পাওয়া ভেজা দূর্বার মাঠ।
সামনে ছড়িয়ে আছে ইশকুলের খাতা,
তবু, অলস মনের নকশায় ভরছি পাতা।
কঠিন জালে মেতে আছে ভাবনা-ধাঁধাঁ -
মুক্তির পথ নেই। সে লোহার শেকলে বাঁধা।
অক্সিজেনটা একাকী থাকতে জানে না
অন্য এ্যাটম আঁকড়ে না ধরলে বনে না।
কতোজনকে বাঁচিয়ে রাখছে তার জাতই।
তবু, নিজের বেলায় ক্যান জ্বলছে না বাতি?
আর ইংরেজিতে এলো এক গাদা কাব্য,
কীটসের নোটস ভরা নেট, আরোও কেন ভাববো?
নিজেকে মনে হয় অর্ধ হাইপারবোলা,
তাই বাড়ছে রাগ দেখে এ্যসিম্পটোটের খেলা।
নিকষ কালো তেলাপোকারা বেড়ুচ্ছে।
রাতের অন্ধকারে তারা কাকে খুঁজছে?
ঝিঝির ডাক নিয়ে চলে ঐ দূর্বার মাঠে -
তাও এক্সাম ডেট ঝুলতে থাকে সবুজ কাঠে।
(লেখা হয়েছে ০৪/০৩/০৮ এ, আমাকে নেট থেকে উঠিয়ে জোর করে পড়ার টেবিলে পাঠানোর পর। ইহাকেই বলে সত্যিকার কষ্টের বহিঃপ্রকাশ! গত বছর নতুন কবিতার খাতা নেওয়ার পর ঠিক করেছিলাম কালো কালি দিয়ে লেখা হবে সব কিছু। কিন্তু ভুলে নীল দিয়ে লিখে ফেলেছি! )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।