আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তিময় বিশ্বের যুক্তিহীন ভালোবাসা - Kirk Olrich!

May be tomorrow i'll find my way home!

একবার কেউ বলেছিলো, মানব জাতী সবচেয়ে ইললোজিক্যাল প্রানী। কেন? কারন যখন খুব বৃস্টি ঝরে, তখন সমগ্র প্রাণীকুল আশ্রয়ের জন্য ছোটে। তখন কিছু মানুষ মুগ্ধ হয়ে বৃস্টি দেখে, প্রতিটি ফোটা মাখার জন্য বাইরে বেরোয়। উপভোগ করে প্রতিটা ফোটা। সে জানে তার এতে সর্দি হবে, জ্বর হবে, তবু সে মানে না। জোৎস্নার প্লাবনে ডুবে যায় কত না হ্রদয়, কত না জনপদ।রাতের আধারে হারিয়ে যায় কত না পাগল! যখন কাউকে কিছু আনন্দ পেবে আসে কাউকে পাবার পর, তখন সে কেদে ফেলে, অশ্রু ঝরায় ফোটায় ফোটায়! দুঃখ ফেলে হারিয়ে যায় দূর অজানায়! আসলেই মানুষ বড় যুক্তিহীন। তাই সে যুক্তিহীন ভালোবাসায় বাধতে চায় প্রিয় কাউকে, নিজেকে করে পরিপূর্ন প্রিয় কারো ভালোবাসায়। সারাটা জীবন যুক্তি খোঁজা মানবজাতী বারে বারে এই ভালোবাসার কাছেই ধরা খায়, এর জন্য কাদতে পারে, দিতে পারে জীবন!হয়তো এজন্যই পৃথিবী সদা জীবনময়! যুক্তিযুক্ত বিশ্বে এতটুকু যুক্তিহীন থাকুক না, সমস্যা কি তাতে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.