একজন নগন্য মানব।
অনেকেই বাংলাদেশের ভারতিয় ভিসা সেন্টার নিয়ে বিরক্ত। বেড়ানো, শিক্ষা, ধর্মীয় স্থান/মাজার জিয়ারত বা ট্রানজিট এর ভিসার জন্য লাইনে দীর্ঘ সময় অনেককেই দাড়াতে হয়েছে। তারপরে আরো দেখতে হয় ভিসা প্রসেসিং সেন্টারের কর্মচারিদের দাদাগিরি।
যাইহোক, ভিসা প্রসেসিং এখন থেকে অনলাইনে হবে।
এই ওয়েবসাইটে ক্লিক করলে একটি অনলাইন ফর্ম পাওয়া যাবে। শেই ফর্ম ফিলআপ করলে, একটি সিরিয়াল নাম্বার আর একটি তারিখ দেয়া হবে। নাম্বারটি নোট করে রাখুন। ওয়েবসাইটে ফর্ম সাবমিট করার পর যে তারিখের কথা বলা হবে, ওই দিন পাসপোর্ট ও দরকারি কাগজপত্র নিয়ে ঢাকায় IVAC (গুলশান বা মতিঝিলে) গিয়ে জমা দিয়ে আসুন।
আমার ধারনা এতে ঝামেলা কিছু কমবে।
বিশেষ করে ইটোকেন পেতে যে রাত জেগে অনলাইনে বসে থাকতে হতো সে সমস্যা আর থাকবে না। তবে যাদের জরুরি ভীত্তিতে যাওয়া দরকার তাদের জন্য কি ব্যবস্থা আছে তা আমার জানা নাই। আশা করি কেউ যখন এই পদ্ধ্যতিতে আবেদন করবেন, তখন আপনার অভিজ্ঞতা সামুতে লিখে জানাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।