আমাদের কথা খুঁজে নিন

   

সেন্টমার্টিনের আকাশে ঘুড়ির মেলা(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সৌজন্যে)



রূপচাঁদা, ডলফিন, কচ্ছপ, সাপ, প্যাঁচা, বাদুর, প্রজাপতি, সূর্য নানা অবয়ব নিয়ে সেন্টমার্টিনের আকাশে শুক্রবার উড়ে বেরালো নানা রঙের ঘুড়ি। 'ছবির হাট' এর চতুর্থ ঘুড়ি উৎসবে এদিন ছিল প্রতিযোগিতা পর্ব। এবারের উৎসবের শ্লোগান হচ্ছে 'উড়াই মনের ঘুড়ি'। চারুকলা ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পরিচালিত 'ছবির হাট' এই উৎসবের আয়োজক। চারুশিল্পী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার শতাধিক মানুষ ঢাকা থেকে সেন্টমার্টিন এসেছেন এই উৎসবে অংশ নিতে।

পর্যটক ও স্থানীয়রাও এদিন হয়ে উঠেছেন উৎসবের অংশ। গত ২৪ ফেব্র"য়ারি শুরু হয় উৎসবের কর্মশালা পর্ব। ঘুড়িয়াল অর্থাৎ ঘুড়ি তৈরির কারিগর ও বিশেষজ্ঞরা এতে ঘুড়ি তৈরির পাঠ দেন নবীন ঘুড়িয়ালদের। আর শুক্রবার ছিল ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতার পর্ব। আয়োজকদের ভাষায় এটি উড়িয়ালদের দিন।

সেন্টমার্টিনের 'সীমানা পেরিয়ে' রিসোর্টের সামনের সমুদ্র সৈকতে সকাল ১০টা থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। ২০০৫ সাল থেকে ছবির হাটের ব্যানারে এ উৎসব হচ্ছে। নাগরিক জীবনের দমবন্ধ পরিবেশ ছেড়ে আমাদের শিশুরা এখানে এসে ঘুড়ি উড়ানোর সুযোগ পাচ্ছে, এটাও উৎসবের একটা একটি উদ্দেশ্য।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।