আমাদের কথা খুঁজে নিন

   

স্নানঘর



স্নানঘরে কবিকে না বলে যাওয়াই ভালো যতই আড়ালে থাকো ঢেকে রাখো তোমার শরীর স্নানঘরে কবিকে জানিয়ে যেওনা আর কবি তোমাকেও বলি: স্নানঘরে কেউ বলে কয়ে গেলে তোমার যেন কিছু না-আসে যায় তোমার মনে যেন জেগে না ওঠে স্নানরতা একাকী পল্লবিত কোনও শরীর তার চেয়ে ভালো কবিকে সঙ্গে নিয়ে মেয়ে তুমি স্নানঘরে চলো কবিকে দেখাও ভাঁজে-ভাঁজে-কুসুমিত তোমার শরীর আর কবি তোমাকেও বলি: কেউ যদি তোমাকেও স্নানঘরে নিয়ে চলে একান্ত দেখায় প্রতিটি ভাঁজ খুলে তোমার চেতনায় যেন জেগে না ওঠে কোনও পরিহিতা-দূরতম-দ্বীপ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।