সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী।
আমি যেই পথ দিয়া যাই, পদচিহ্ন রেখে যাই
বাহাস করিও না প্লিস শুধু পরখ করিয়া
দেখ অই রেখা চিহ্নগুলি
দেখ পারো কি না চিনিতে আমায়,
শিওর হইতে চাও? জিহ্বায় স্বাদ নাও তবে
ঘ্রাণ নাও রোমশ নাসারন্ধ্র দিয়া
পরখ করিয়া লও হাতের পরশে
তবু কি পারিলে না চিনিতে আমায়? ওরে নিষ্ঠুর-
তবে নষ্ট অই লালায়িত জিহ্বার স্বাদ
নষ্ট অই নিবীর্য ঘ্রাণেন্দ্রিয়
নষ্ট অই স্পর্শকাতরতা
আমি যেই পথ দিয়া যাই, পদচিহ্ন রেখে যাই
প্রজ্ঞার মিম্বরে দেখ মোর উড়িতেছে প্রেমের কেতন
চাও তো গুনে দেখ ক' কদম আগুয়ান আছি আমি
না পারো তো যাও ফিরে তুমি
নচেৎ দিল্-এ পাবে চোট বৃথা মহব্বতে তব
পারো যদি মিম্বর তক আসো দেখি প্রেমের কেতন ছুঁতে!
প্রেমের সওদায় মোর বাকী নাই টাকি নাই
নগ্দা নগদ সারি কাম
না পারো তো ফিরে যাও প্রমাষ্পদ মোর
তুমি বেশ জানো-
তরিকা মাফিক আমি কোনদিন প্রেমে পড়ি নাই।
আমি যেই পথ দিয়া যাই, পদচিহ্ন রেখে যাই
পারো তো চিনে নিও ফেলে আসা মোর সেই দাগ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।