আমাদের কথা খুঁজে নিন

   

সবাই যখন ফটোগ্রাফার

নিজের পরিবর্তন এবং দেশের পরিবর্তন

ছোটবেলা থেকে ক্যামেরার দিকে ঝোক ছিলো। ভালো একটা ক্যামেরা পেলে ছবি তুলতাম - এমনটা মনে হতো। মামা আমেরিকা থাকতেন। তিনি দেশে এসেছিলেন ফাটাফাটি একটা ক্যামেরা নিয়ে। সেটি দিয়ে ছবি তোলার সুযোগ হয়েছিলো।

তিনি ক্যামেরা রেডি করে আমাকে ক্লিক করতে বলেছিলেন শুধু। পরবর্তীতে আমার তোলা ছবিগুলি প্রিন্ট করে পাঠালে দেখলাম সবই ঝাপসা এসেছে। তারপরও কিছু অটোক্যামেরা (ফিল্ম) ব্যবহার করে বাসার বিভিন্ন অনুষ্ঠানের ছবি তুলেছিলাম। মোটামুটি ভালোই হয়েছিলো। আগ্রহ পেয়েছিলাম।

কর্মজীবনে এসে অনেকটা কাকতালীয়ভাবেই ছবি তোলার দায়িত্ব পেয়ে যাই। Nikon coolpix900, ক্যানন এর এসএলআর ব্যবহার করার সুযোগ চলে আসে। সে থেকেই ফটোগ্রাফার। বর্তমানে Sony Alpha100 Digital SLR ব্যবহার করি। কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেয়া হয় নি।

ক্যামেরার ম্যানুয়াল ঘেটে এবং ফটোগ্রাফির বিভিন্ন ফোরাম থেকে কিছু টিপস নিয়ে ফটোগ্রাফি চালিয়ে যাচ্ছি। দু'একটা এওয়ার্ড জুটেছে কপালে। সম্প্রতি আমার তোলা ছবি ফটোশেয়ার তাদের ক্যালেন্ডারে ব্যবহার করেছে । ক্যালেন্ডারটি দেখতে হলে এখানে ক্লিক করুন। Click This Link ফটোগ্রাফি বিষয়ে একটা লেখা লিখেছিলাম যায়যায়দিনে Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.