আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার রঙ দেইখা লুল পুরুষেরা খাড়ান, সিনেমার রিলিজের আগেই চৌর্যবৃত্তির কড়মড়া রিভিউ পইড়া যান

কয়দিন ধইরা ঢাকার রাস্তার হাটা যাইতেছে না। লাল আর গোলাপী কালারের পুস্টারে ছাইয়া গেছে পুরা শহর। সেদিন ছুডু ভাইডারে নিয়ে বাইর হইছি। ভাই আমার পাশে রাইখা খালি ঐসব লাল পুস্টারের দিকে তাকাইয়া থাকে। আর রিকশাওয়ালাগুলা যে হা কইরা তাকাইয়া কয়ডা একসিডেন্ট করছে সেইডার হিসাব পরে হইবেক।

ঐ পুস্টার দেইখা যেকোনো লুল পুরুষের খাড়াইতে বাধ্য আই মিন পুস্টার দেইখা কেউ না হাইটা খাড়াইয়া দেখতেই থাকবো। কাল তো এক রিকশাওয়ালা কইয়াও ফালাইলো ভাই এই ছবি কুন হলঘরে দেখাইবো? আমি পুস্টারে চাইয়া দেখি হলের নাম লিখা নাই। খালি লেখা জাজ নামের বেডা লাল ক্যামেরা দিয়া সিনেমা বানাইছে। এত দিন শুনছি নীল ক্যামেরা দিয়া নীল ছবি বানায়, এখন লাল ক্যামেরাও আছে। খোদা জানে লাল ক্যামেরা দিয়া কি লাল নীল বানাইছে।

এইবার আসি ট্রেইলার নিয়া। প্রিন্ট চকচকা হইলেই ট্রেইলার দেইখা আহামরি কিছু মনে হয় নাইকা। তয় ক্যামেরাম্যান যে বিশাল লুল সেইটা একটু পর পর নায়িকার বুকের দিকে ফোকাস দেইখা বুঝা যায়। সিনেমার কাহিনী শুইনা হাসতে হাসতে আরও শেষ আমি, কুথাকার কুন শামসু চৌধুরির নাতি হইলো মাহি আর পাশে গেরামের পুলা বাপ্পী। তয় এইডারে পুলা কইলে ভুল হইবে।

চেহারা পুরাই মাইয়াগো মত আর আচার ব্যাবহারেও মাইয়া। পুরাই হাফ লেডিস। একদিন মাহিরে দেইখাই প্রেমে পরে বাপ্পী। মাহীর প্রেমে বাপ্পী মানে এক মাইয়ার প্রেমে আরেক মাইয়া উহু!!!!! দেশটা ভইরা গেলো এইসবে এরপরে মাহীরে পাহাড় থেইকা পড়তে যাইয়া বাচায় বাপ্পী। কুন পাহাড় থেইকা নায়িকা বুঝলাম না, ট্রেইলার দেইখা মনে হইলো হেই নিজেই দুইডা পাহাড় নিয়া ঘুরে তাইলে পাহাড় থেইকা পড়ে কেমনে যাউকজ্ঞা, এরপর তাগোর প্রেম হয়, এরপর মারামারি এরপর ফক্কা, মিল হইয়া সিনেমা শেষ।

একেবারে ফালতু কাহিনী, লাল ক্যামরা দিয়া বানাইছে আর রাস্তার মোড়ে লাল ছবি টাঙ্গাইছে দেইখাই মাইনষে এই ছবি দেখবার যাইবো? তয় রিকশাওয়ালা দেখবার যাইতে পারে। আমি কিন্তু দেখবার যামু যাচাই করার লেইগা আসলেই পাহাড় থেইকা নায়িকা পড়লো নাকি নায়িকা থেইকা পাহাড় পড়লো এইবার সিনেমার টাইটেল গানের রিভিউ দিয়া ঘটনা শেষ কইরা দেই। টাইটেল গান দেইখা চক্ষু ছানাবড়া হইয়া গেছেগা আমার, মাইয়াডার উপ্রে দিয়া বহুৎ পেরেশানি গেছে শুটিং এ। নায়িকা হাতে জুতা লইয়া দৌড়াইয়া সাগরে যায়, আর তখনই নায়কের নৌকায় দুইডারে প্রেমলীলা করতে দেখা যায়। মজার কথা হইলো নৌকায় জার্মানীর পতাকা উল্টা কইরা লাগাইছে।

পরিচালক কি এইখানে বুঝাইতে চাইছে যে ইহা একখান সমপ্রেমের ছবি জার্মানীর পতাকা দিয়া কি পশ্চিমা সমকামিতারে দেশে বৈধতা দিবার চাইছে নাকি নাকি ঐ সময় ইউরো কাপ চলতেছিলো আর পরিচালক জার্মানীর সাপোর্টার যাই হোক এর পর দেখলাম নায়ক শার্টের বুতাম অর্ধেক খুইলা হিন্দি সিনেমা বাচনা এ হাসিনোর রণবীর কাপুরের মত শরীর পেচাপাচি করতেছে। তয় নায়ক কিন্তু কম পাজি না, শালায় একপাশের বক্ষ বাইর কইরা আরেক পাশে ঢাইকা রাখছে। তয় একপাশেই যা অবস্থা তাতে মনে হইলো এর ব্রা পরতে বেশিদিন বাকি নাই নৌকায় দুইজনে মিল্যা কিছুক্ষণ ঢলাঢলি করার পর মটরসাইকেলে ভং শুরু হইলো। এইডাও বাচনা এ হাসিনো থেইকা মাইরা দিছে পরিচালক। বুঝলাম পরিচালক শালায় মনে হয় হিন্দি সিনেমা বেশিই দেখে আর কিছু কইলাম না, কইলে মাইন্ড করতে পারেন।

তয় সিনেমার আইটেম গান আছে একটা যেইখানে এক মাইয়া চকচকা গোল্ডেন কালারের জামা পইড়া বিশ্রিভাবে নাচতেছে। আই শিউর পরিচালক ইসলামপুর থেইকা গোল্ডেন রেক্সিন কিন্যা পরাই দিছে আইটেমের নায়িকারে বাদ বাকি নিজেরাই দেইখা নিয়েন। তয় আমি এই সিনেমা মিস করুম না। হলে যাইয়া না দেখলে পরাণ ভরবো না কারণ হলের বড় পর্দায় বড় বড় জিনিস আরও বড় দেখা যাইবো আপনেরাও যাইবেন কিন্তু  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.