দেশ বিরোধী যে কেউ এই ব্লগে ডুকবিনা।
মুক্তি পেতে না পেতেই বিতর্কের ঝড় তুলল ১০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত বলিউড ছবি"যোধা আকবর"। যুক্তরাষ্টের রেকর্ড ১১৫ টি থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে যোধা আকবর। কিন্তু তার আগেই কিছু ইন্ডিয়ান আ্যমেরিকান গ্রুপ এ ছবিকে বয়কট করার ডাক দিয়াছে। এমনকি তারা ভারতীয় সরকারের প্রতি এ ছবি বাতিলের ঘোষনার অনুরোধ করেছে।
অস্কার মনোনিত লগানের পরিচালক আশুতোষ গোয়ারিকর নির্মান করেছেন যোধা আকবর। মূলত ইতিহাসের এক গুরুত্তপূর্ণ সময়ের গুরুত্বপুর্ণ কিছু চরিত্রের প্রেম-ভালোবাসার কাহিনী যোধা আকবর। তবে ভারতের মধ্যেই অনেকে বিক্ষোভে জ্বলছেন এ ছবির জন্য। রাজস্থানের একটি গ্রুপ " দ্য রাজপাট কারনি সেনা" অভিযোগ করেছে,যোধা কখনোই আকবারের স্ত্রী ছিলেন না। যোধা ছিলেন আকবরের ছেলে জাহান্গীরের স্ত্রী।
এ ছবির মাধ্যমে ইতিহাস বিকৃত হয়েছে।
ইন্ডিয়ান আ্যমেরিকান গ্রুপটি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ছবি প্রদর্শন থেকে বিরত থাকায় হুমকি দিয়ে বলেছে" এটা সম্পূর্ন বানোয়াট একটি গল্পের চিত্রায়ন,যারা ইতিহাস ,সংস্ক্ৃতি ও ঐতিহ্য ভালোবাসেন তাদেরকে চরমভাবে আঘাত করবে ছবিটি।
উল্লেখ্য হৃত্বিক রোশন ও ঐশ্বরিয়া রায় অভিনিত যোধা আকবর ছবিটি ১৫ ফেব্রুয়ারী মুক্তি পেয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।