মানুষ তো না... আমি জানোয়ার... মানুষ যেদিন হব ফিরে আসব সেইদিন...
আমার...
জন্মগ্রহন ছিল রৌদ্রের মত প্রখর
চৈত্রের দুপুরে.... মাছ ধরতে যাওয়া বাবাটা আমার,
তার পিঠে চড়া আমার বড় বোন,
ফিরে এসে দেখে আমি এসেছি....
তাদের ঘরে!!!
যেন একটা ছোট্ট কালো ইঁদুর... সময়ের হাত ধরে!
গঁায়ের লোকেরা আঁধার করে মুখ,
হলোনা ছেলে..? আহারে... পেলোনা সুখ!!!
মা আমায় তবু তুলে ধরেন আকাশের কাছে;
শুধু একবার বলে-
চৈত্রের নক্ষত্র_ এই চিত্র,
শুধু আমারই আছে..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।