আমাদের কথা খুঁজে নিন

   

কোরিয়া প্রবাসি কবি সৈয়দ কায় খসরু'র ''বিবর্ণ প্রবাস'' কবিতার বই থেকে ..।বইটি এবারের বই মেলায় এসেছে ।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

আমি এক পথ হারা পাপী তবু তার নাম সদা জপি যিনি মোরে ভালোবেসে করেছেন দান এই প্রাণ । মাগি ভিখ্‌ দাও পাপীরে শক্তি, কানায় কানায় হৃ দয়ে পুরিয়া ভক্তি যেন করি প্রেম সরল মনে তোমার সনে । উলঙ্গ আলোয় চোক দুটো রয় জেগে পারিনা বোঝাতে ফের দ্বারে দ্বারে মেগে মিছে শুধু আলেয়ায় বেলা বয় ছায়া রয় । বাকি পথটুকু আপন ভেবে নিও কোলে খুশিতে এ মন নিত্যই যেন দোলে অবনি করিয়া জয় ফিরিব হেথা ঠিকানা যেথা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.