এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় অস্ত্র হিসেবে স্টাক্সনেটের মতো কম্পিউটার ভাইরাস ব্যবহার করবে। স্টাক্সনেট সফটওয়্যার তৈরি হয়েছিল ইরানের শক্তিশালী পারমাণবিক প্ল্যান্টে আক্রমণ করার জন্য।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও একই ধরনের অস্ত্র ব্যবহার করবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। এ সম্পর্কে একজন কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞের বরাতে বিবিসি উল্লেখ করেছে, সাইবার অস্ত্র হবে ‘খুবই বিপজ্জনক’।
“সাইবার অস্ত্র এতটাই বিপজ্জনক, এটা সম্পর্কে পূর্বানুমান বা এর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। এমনকি সাইবার অস্ত্র ব্যবহার করে শক্তিশালী অবকাঠামো ধ্বংস করে ফেলা যায়।”- জানালেন, ইউনিভার্সিটি অফ সুরির কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞ প্রফেসর অ্যালান উডওয়ার্ড।
তিনি আরও জানান, কম্পিউটার ভাইরাস স্টাক্সনেট তৈরি হয়েছিল ইরানের পারমানবিক শক্তিকে নিষ্ক্রিয় করে তোলার জন্য।
১৯ ফেব্রুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সরকারকে সাইবার অস্ত্র বানানোর পরিকল্পনা জানিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।