এ সপ্তাহে লিটার প্রতি সয়াবিন তেলের দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা। বার্ড ফ্লু আতঙ্কের কারণে গরুর মাংস এবং মাছের দাম বেড়ে গেছে। এছাড়া চিনির দামও বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা। বুধবার রাজধানীর পলাশী বাজার এবং শান্তিনগর বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতারা মাসের বাজারের বাজেটের সাথে হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন। পলাশী বুয়েট মার্কেটে বাজার করতে আসা সরকারি চাকরিজীবী শামসুর রহমান ক্ষোভের সাথে বললেন, প্রতিদিন যদি এভাবে দফায় দফায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে থাকে তাহলে আমরা চলবো কিভাবে।
তিনি জানালেন, মাসের বাড়ি ভাড়া দিয়ে যে টাকা হাতে থাকে তা দিয়েই সারা মাস চলতে হয়। যদি বাজার খরচেই সব ব্যয় করে দিতে হয় তাহলে অন্য খরচ চালাবো কিভাবে। শান্তিনগরের বাসিন্দা কবিতা আক্তার জানালেন, গত এক বছর আগেও সংসারের বাজার খরচ এখনকার অর্ধেকও লাগতো না। তিনি বলেন, আমাদের ৭ জনের পরিবারের দুইজনের ২৪ হাজার টাকা আয়ে ভালভাবেই চলে যেতো। আগে যেখানে ২৩ টাকায় সরু চাল খেতাম সেখানে এখন মোটা চালের দাম ৩২ টাকা।
বর্তমানে মোটা চাল খেয়েও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। মাসের বাসা ভাড়া দিয়ে বাজার করার পর বাচ্চাদের স্কুলসহ অন্যান্য খরচ চালাতে ধার করতে হচ্ছে। মজিবর নামে এক ক্রেতা জানালেন, চাল, ডাল, তেলের দাম যেভাবে বাড়ছে তাতে আমাদের না খেয়ে থাকা ছাড়া উপায় থাকবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।