Never Ever Give Up..... Revenge is Sweet........
রোজা শুরুর আগেই ফটকা ব্যাবসা ও ধরা খাওয়া-রূপচাঁদা সয়াবিন তেল-BEOL"
নোটিশ ছাড়া দাম বাড়ানোর অভিযোগে গতকাল মঙ্গলবার তেজগাঁও শিল্প এলাকা থেকে রূপচাঁদা ব্র্যান্ডের ৪৩ হাজার ৯১৯ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়েছে। সকালে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার নেতৃত্বে এ অভিযান শুরু হয়। রমজান দসামনে রেখে শুরু হওয়া এ অভিযান ঈদ পর্যন্ত চলবে। অভিযানে বিএসটিআইয়ের ডিজি এ কে ফজলুল হকসহ শিল্প মন্ত্রণালয়, বিএসটিআই এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাব ও পুলিশ সদস্যরাও অভিযানে অংশ নেন।
অভিযানে উপস্থিত ম্যাজিস্ট্রেট আল আমীন সাংবাদিকদের বলেন, আটককৃত তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। ভোক্তা অধিকার আইনের ৩৬ ধারা অনুসারে দাম বাড়ানোর অভিযোগে এই তেল জব্দ করা হয়েছে। গুদামটিও সিলগালা করা হয়েছে। তিনি বলেন, আইনানুসারে যেকোনো পণ্যের দাম বাড়ানোর আগে বিএসটিআইকে জানানোসহ কমপক্ষে দুটি জাতীয় দৈনিকে দাম বাড়ানোর বিষয়ে বিজ্ঞাপন প্রকাশ করতে হবে। আইন অমান্য করে এ মাসের প্রথম আট দিনেই রূপচাঁদা ব্র্যান্ডের তেলের দাম চার টাকা বাড়ানো হয়েছে।
আটককৃত তেল আপাতত র্যাবের তত্ত্বাবধানে থাকবে। শিগগিরই তা নিলামে বিক্রি করা হবে।
সুত্র : টিভি নিউজ ও প্রতিকা..
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।