আমাদের কথা খুঁজে নিন

   

চলুন সয়াবিন তেল দিয়ে গাড়ী চালাই

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

নিউইয়র্ক টাইমসে জুলাই মাসের 23 তারিখে প্রকাশিত প্রতিবেদনে জিম মরগান ভেজিটেবল ওয়েল (সয়াবিন তেল) দিয়ে গাড়ী চালানোর নিজস্ব অভিজ্ঞতার চমৎকার বিবরণ তুলে ধরেছেন। তার 2001 সালের ভক্সওয়াগন জেটায় ভোজ্য তেল দিয়ে গাড়ী চালিয়ে তেলের সংকটকালে নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন। তার হিসেব মতো সয়াবিনের গ্যালনে প্রায় 50 মাইল ড্রাইভ করতে পেরেছেন। ম্যাসাচুসেটর অঙ্গরাজ্যের এক গাড়ী মেকানিক প্রায় সাত ঘন্টা লাগিয়ে তার গাড়ীতে ভোজ্য তেল ব্যবহারের নতুন কনভার্সন কীট স্থাপন করেন। নুতন কীটটির দাম প্রায় নয়শত ডলার। লাগাতে লেগেছে আরও এক হাজার ডলার। তবে কনভার্সন কীটটির নির্মাতা কোম্পানী [link|http://greasecar.com/|M

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।