আমাদের কথা খুঁজে নিন

   

একটুকরো রৌদ্রের গল্প



ইদানীং দিনে আর ঘরের বাইরে যাওয়া হয় না একটুকরো জানালা দিয়ে দুইটুকরো আকাশ দেখি আর সকালে বিকালে মিছিলের চিৎকার শুনি শুনেছি বাইরে নাকি অনেক হাবিজাবি --- মিছিল হয় মিটিং হয় নাটক হয় সিনেমা হয়....।। শুনেছি এখন নাকি ফাগুন চলছে..... আকাশে অনেক রং ------ টিয়ার ঠোটের মতো টুকটুকে টিপ পরে, ওরা নাকি এখন আলতো খোপায় শিমুলের রং মেশায়...। ইদানীং তাই ঘরে বসেই কান পাতি ---- শব্দ শুনি আর সারাদিন চাপা অস্বস্তিতে প্রায় অন্ধকার স্যাঁতসেতে ঘরে চোখ বুজে বুকের সঞ্চিত রক্তে শান দেই, তখন ধারালো চকচকে ফলার মতো রক্তের চাবুক---- একটুকরো রৌদ্রের আশায় ছটফট করে-- ছটফট করে..। কিন্তু হঠাৎ সেদিন মিছিলের বিক্ষুব্ধ চিৎকারে আমার বহুদিনের না খোলা জানালায় কাচের সূক্ষ্ম চিড় গলে মানচিত্রের ফলার মতো--- রৌদ্র ঢুকে। আমি আর স্থির থাকতে পারিনা দুহাতে কান চেপে চিৎকার করে ঘরের বাইরে বের হই....... দেখি রাজপথে শনশনে রৌদ্রের মিছিল, মিছিলে মৃত্যুর গন্ধ তখন বর্নমালার আদিম অপমানে আমি-- একটানে শার্ট ছিড়ে বুক চিতিয়ে সূর্যের পানে তাকাই.......... ...................................................................................... .................................................................................... আমার বুকের রক্তে ডিজেলের মতো গন্ধ, রৌদ্র লেগে তাই আগুন ধরে যা‍য় কখনো কখনো...।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।