http://www.paybox.me/r/rihan
এ কি! এ কিসের আওয়াজ আজ
একুশের প্রথম প্রহরে,
শহীদ মিনারের বুক জুড়ে,
এ কি! এতো স্লোগান,
অমোঘ সেই বজ্র কণ্ঠস্বর,
ভেসে আসে
শহীদ মিনারের বুক ফুঁড়ে,
অস্থির আমি কান পাতি,
হায়! এতো আমার ভাষা শহীদদের ধ্বনি;
আমি শুনি, ওরা বলে-
আমরা জেগে উঠেছি,
আমরা রফিক, জব্বার, বরকত, শফিউর,
আমরা চির বিদ্রোহী।
অবাক আমি আবারো কান পাতি,
ওরা বলে-- আমরা মরিনি,
রক্ত দিয়ে আমরা বলতে শিখিয়েছিলাম,
তাই ক্লান্ত হয়ে পড়েছিলাম,
ঘুমিয়ে পড়েছিলাম এখানটায়,
দিয়ে গিয়েছিলাম তরুণের কণ্ঠে
আমাদের বাণী।
কিংকর্তব্যবিমূঢ় আমি শুনি,
ওরা বলে -- আমরা এবার জেগে উঠেছি,
কারণ তরুণের কণ্ঠে আর বাজে না
আমাদের বাণী,
স্লোগানে স্লোগানে বেজে ওঠে না
আর বাঙালির প্রাণ;
আমরা তাই আর ঘুমাবোনা,
আমরা আবার গর্জে উঠবো,
আবার মিছিলে যাব,
এবারের মিছিল
হবে অধিকার আদায়ের,
বাঙালির চির মুক্তির মিছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।