আমাদের কথা খুঁজে নিন

   

সন্দিহান!

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

পিচ-ঢালা পথ ধরে বহুদূর গেছি, ভীরু পায়ে তুমি আনমনে সারথী হলে- সে কি ছিল উদাসী হাওয়া? হয়তো না! হাত-টা যখন বাড়িয়ে দিয়েছি, কেঁপে উঠে ত্রস্তভাবে হাত ছোঁয়ালে- ছিল কি তবে মৌন সম্মতি? হয়তো না! হৃদয়ের উপাখ্যান যেই শুনিয়েছি, নোনা চোখে তার প্রত্যুত্তরে যা বলেছিলে- তাকে কি প্রত্যাখান বলে? হয়তো না! শেষবেলা এলে মুখ লুকিয়েছি, বিষন্ন হয়ে বিদায় দিলে দূর পানে চেয়ে- ছিল কি তা আবেগ জড়ানো? হয়তো না! অপারগ তুমি - মেনেই নিয়েছি, হৃদয় দিলে, কে বলে- তাকে পেতেই হবে? দূর থেকে যায় না ভালোবাসা? হয়তো না! *** "দেবদারু"-র পাঠকদের জন্য আমার পুরোনো নিক "নীলাভ" কর্তৃক ৩০ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:০৪-এ প্রকাশিত এই কবিতাটি পুনরায় নিবেদন করা হলো। আশা করি, কবিতাটি সবার ভালো লাগবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।