আমাদের কথা খুঁজে নিন

   

সন্দিহান

সুখীমানুষ

তুমি এমনি করেই আসো এমনি করেই যাও কত ফুল যে তোমার তরে ফুটে কুঞ্জে থরেথরে ফিরেও না চাও। কার বা হৃদে কত প্রণয় রেখেছে তোমার তরে হয়না তোমার সাধ দেখতে নয়ন ভরে। কতনা কবি দাড়ায়ে দ্বারে গীতভাষায় তোমারে যে চায়, চাওনি বুঝিবারে, তুমি জানোনা বুঝিবারে। না বলে কথা, এঁকে নিরবতা কি যে বলে যাও তুমি না বলা কথায় কি বলিতে চাও? ৮/৩/০৬, প্রেমবাগান, উত্তরা, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।