আমাদের কথা খুঁজে নিন

   

বসন্ত ও আমার যৌবন।

http://www.paybox.me/r/rihan

বসন্তের আবারও চিরন্তন রাজকীয় প্রত্যাবর্তন নতুনের আগমনে ধরনীর শিহরণ আবারও নতুন কুঁড়ির মিছিল পুরানো গাছের কোলে, কোকিলের স্লোগান কৃষ্ণচূড়ার মিছিলে, প্রকৃতির ফিরে পাওয়া যৌবন, আমায় নিয়ে যায় আমার চলে যাওয়ায় যৌবনে, আমারও আনাগোনা ছিলো প্রকৃতির রাজশালায়, শুভ্র মেঘের আদলে আমিও ছুটে ছিলাম , নীল আকাশটার বুক চিরে, দখিনা হাওয়া হয়ে ছুয়ে গিয়েছিলাম আমার প্রিয়ার চুলগুলো; আজ আমি নিঃস্ব, অথচ নিরূপায় আমি গাছেদের হলদে পাতার মতো ঝরে যাওয়ার অপেক্ষায়, প্রকৃতির মতো ফিরে আসেনা আমার যৌবন বারে বারে, বসন্তকালের ভেলায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।