ছোট্ট দেশ, ছোট্ট শহর, ছোট্ট আমার কুড়েঘর
আর মাত্র কয়েক ঘন্ট পর এ বছরের জন্য বিধায় নিবে বিশ্ব ভালবাসা দিবস। সারাদিন ব্লগে শুধুই ভালবাসা নিয়ে পোস্টের চালাচালি হয়েছে। মাত্রতিরুক্ত ভালবাসার পোস্ট দেখে বিস্মিত না হয়ে পারলাম না।
কেউ বলছে ভালবাসা ভাল না!
আবার কেউ বলছে ভালবাসাই আমাকে সব দিয়েছে।
আবার ভালবাসা আমাকে বানিয়েছে পথের ভিক্ষারী!
কিন্তু সারাদিন হাজারো পোস্টের চালাচালি হলেও মন্তব্যের ওপর এর কোন প্রভাবই পড়েনি।
সারাদিনে দেখলাম ভালো ও মানসম্মত লেখাতে কেউ ২ টা পোস্ট অন্যদিকে মন্দ একটি লেখাতে ২৫টি মন্তব্য দিতে কেউ দেরী করেন নি। কিন্তু কেন?
আবার মেয়েদের পোস্টে দেখা গেছে ভালো আর খারাপ হউক মন্তব্যের হিরিক! কিন্তু এটাও কেন?
গুটি কয়েকজন লোক ছাড়া কেউই ব্লগে ভেলেনটাইন ডে'র শুভেচ্ছা জানায় নি। অথচ মোবাইলে কি রকম পেশারটাই না গেলো।
যাই হোক পরিশুদ্ধ মার্জনীয়। সময়তো আছে!
ভালো একটি লেখাতে ভালো একটি মন্তব্য দিন?
ভালো একটি পোস্ট দিন ।
এটাই কাম্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।