আমাদের দেশের প্রত্যেকটি কলেজ-বিশ্ববিদ্যালয়ে রাজনীতি এক অপরিহার্য কার্যক্রম।
কিন্তু, ভালো রেজাল্টধারী এইসব ছাত্রদের শেষ পরিনতি কি হয় তা পত্রিকার পাতায় ভালোই দেখা যায়। আমি আবার বলছি এরা কিন্তু বাজে ছাত্র নয়; কোন এক সময়ে কোন এক স্কুল বা কলেজের ফার্স্ট বয়। যাই হোক আমার দেখা এমন কিছু ছাত্র রাজনৈতিক এর প্রতিদিনের রুটিন নিম্নবর্ণিত ঃ-
সকাল ১০ টাঃ ঘুম থেকে ওঠা। উঠে একটা সিগারেট ধরিয়ে বাথরুমে গমন।
সকাল ১১ টাঃ ফ্রেশ হয়ে আর্দালি ক্যান্টিন বয় কর্তৃক আনীত নাশ্তা বাবুদের মত করে ৪ ভাগের ৩ ভাগ খেয়ে বাকিটা নোংরা করে রুমের বাইরে ফেলে রাখা।
সকাল ১১ টা ৪৫ মিঃ ফিটফাট হয়ে অন্য সাঙ্গপাঙ্গ নিয়ে এক সাথে ক্যাম্পাস চক্করে বের হওয়া।
দুপুর ২ টাঃ সকল কে নিয়ে বিশ্ববিদ্যালয়ের খাবার জায়গায় গিয়ে হইহুল্লোড় করে দুপুরের খাবার শেষ করা। অতঃপর সকলে একটা সিগারেট ধরিয়ে কোন একজনের রুমে গিয়ে বিশ্রাম গ্রহন [হতে পারে মুভি দেখা] ।
বিকাল ৪ টাঃ পুনঃরায় ক্যাম্পাস প্রদক্ষিন শুরু।
এবং দুই ঘন্টা ব্যাপি কোন টি স্টলে আড্ডাবাজি অথবা কারো সাথে ফাপর নেয়া অথবা ইভটিজিং করা। রাত ১০ টা পর্যন্ত
রাত ১০ টাঃ আর্দালি ক্যান্টিন বয় কর্তৃক আনীত খাবার বাবুদের স্টাইলে খাওয়া।
রাত ১১ টাঃ হাই ভলিউম এ গান ছেড়ে গাঁজা পার্টির শুরু। মাঝে মাঝে চলে পানীয়। মাতলামি চলে ৩ টা পর্যন্ত।
রাত ৩ টাঃ অতঃপর ঘুম।
যদিও বলা যায় এটা সবার জন্য প্রযোজ্য না। তবুও বেশীর ভাগ এর দলেই। দেশ এদের কাছ থেকে মারামারি আর গন্ডগোল ছাড়া কি আশা করতে পারে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।