সুমাইয়া সরোয়ার
আগামী কাল ১৪ই ফেব্রুয়ারী। একটি দিন। বছরের অন্য সকল দিনের মতই স্বাভাবিক এক দিন। কিন্তু কত প্রস্তুতি কত আয়োজন কত প্রতিক্ষা এই দিনটির জন্য! কিন্তু কেন? কেন এসব? কারণ ওই দিনটি ভালবাসা দিবস! বিশ্ব ভালবাসা দিবস! ভালবাসার একটি দিবস যে দিবসটিতে শুধু ভালবাসা হবে! অন্য কোন দিন নয়! আসলে কি তাই। আমাদের ভালবাসা কি এতটুকুই? আমাদের সস্কৃতি কি এটাই? ভালবাসা দিবসের উৎস ওই পশ্চিমা বিশ্বকে দেখেছি তাদের সংস্কৃতি তাদের ভালবাসার পরিধি দেখেছি.........
ভালবাসা মানে কি দেখা করা আর কিছু কথা বলা?
ভালবাসা কি শুধু একটি ছেলে আর মেয়ের মধ্যেই সীমিত?
ভালবাসার পরিধি কি এতই ছোট?
ভালবাসা কি ফুল দেয়া আর ছোট্ট একটি চিরকুট?
ভালবাসা কি একদিন প্রকাশ করার জিনিস?
ভালবাসা কি ফোনের একটি কল আর '"হ্যাপি ভ্যালেন্টাইনস ডে'" বলা?
আমার মনে হয় আপনারাও আমার সাথে একমত যে ভালবাসার পরিধি বা সংজ্ঞা এতটা সংকীর্ন নয়।
"ভালবাসা পবিত্র।
ভালবাসা স্বর্গ থেকে আসে।
ভালবাস পৃথিবীর চেয়েও বিশাল, সাগরের চেয়েও বিস্তৃত, আকাশের চেয়েও উচ্চ। "
এগুলো আমরা অহরহই শুনে থাকি। আসলেও তাই ভালবাসা তো এ রকমই।
আমরা তো একটি দিনই শুধু ভালবাসি না। আমরা সারাটা বছর সবসময়ই ভালবাসি।
তাহলে কেন এই ভালবাসা দিবস? একটি দিবসই কি শুধু ভালবাসার জন্য? হায়রে পশ্চিমা বিশ্ব! তোমরা যা বুঝাও যা চাপিয়ে দাও আমরা তাই বুঝি আর তাই মেনে নেই। তোমাদের গিফটের বাজার আর মোবাইল অপারেটরদের ব্যবসার হাতিয়ার এই দিবস আমরাও উৎযাপন করি! অথচ তোমাদের চেয়ে আমাদের সংস্কৃতি কত উচ্চ কত সুন্দর কত পরিচ্ছন্ন। আমার ভালবাসি সবসময় সকলকে হৃদয় খুলে।
আমাদেরকে মনে করিয়ে দিতে হয়না।
সুতরাং ভালবাসা শুধু ভালবাসা দিবসের জন্যই নয়। ভালবাসা সবসময়ের জন্য। ভালবাসা সকলের জন্য। ভালবাসা বঞ্চিত নিপীড়িত নির্যাতিত মানবতার জন্য ভালবাসা হোক প্রকৃত ভালবাসার জন্য ভালবাসা হোক সকলের জন্য।
ভালবাসা হোক প্রতিদিন প্রতিক্ষণ প্রতিটি সৃষ্টির জন্য। প্রতিটি দিবসই হোক ভালবাসা দিবস।
ভালওওওওওবাসা হয় যেন...............................................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।