আমাদের কথা খুঁজে নিন

   

"বসন্ত এসেছে দ্বারে দ্বারে..উৎসবের আমেজ যুবক যুবতীর মনে.."(শুভেচ্ছা সবাইকে)

পরির্বতনের সময় এখন....

বসন্ত এসেছে প্রকৃতিতে মনে শিহরন জাগে... .. ..প্রাণে দোলা দেয় অজানা আনন্দে..তাই তো যুবতীরা সেজেছে বাসন্তী শাড়ীতে.. ... কপালে লাল টিপ .. খোপায় ফুল দিয়ে... .. ”আহা আজ এ বসন্তে কত ফুল ফোটে, এত ফুল ফোটে এত পাখি গায়” ”এল বসন্ত ফুলবনে আলাদা পঙ্গতিতে ধরা দেয় তার স্বরুপ” ”কে নিবি ফুল, কে নিবি ফুল, টগর যূথী বেলা মালতী চাপা গোলাপ ও বকুল, নারগিস, ইরানী গুল , কে নিবি ফুল?” বসন্তেও এমন দিনে এ গান গুলো ভিন্ন আবাহাওয়ার সৃষ্টি করে.. আজ ১লা ফাল্গুন ...প্রকৃতি সাজবে নতুন সাজে...সেই সাথে আমরাও যেন নিজেকে সাজিয়ে নেই প্রকৃতির সাথে.. .. সবাইকে বসন্তের শুভেচ্ছা..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।