আমাদের কথা খুঁজে নিন

   

পহেলা ফাল্গুনের গান!

ইমরোজ

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ....................................... তোমার অসুখে কিংশুকে, অলক্ষ রঙ লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের বনে, মরমরিয়া উঠে আমার দুঃখ রাতের গান। -রবীন্দ্রনাথ ঠাকুর আজ পহেলা ফাল্গুন। কী হবে এই বসন্তে আমার জানা নেই। দান করে দিলাম আরেকটি বসন্ত তোমাদের পায়ের তলে।

কাল থেকে যতবারই আমার প্রিয় বইমেলায় যাওয়া হবে শুনবো নজরুল মঞ্চের ধারে, কোকিলের কুহু কুহু গান। আমি তখন আত্মহারা থাকবো। অনেক সুখের, দুঃখের কথা বলে যাব অবলীলায় বসন্তের কাছে। যদিও নাগরিক কোলাহলে তেমন নিষ্প্রাণ এই বসন্ত। আমি কিন্তু সুখ খুজে নেবই।

হাজার হাজার বছরের পুরনো এই মেঠো পথ, কাঁচা রাস্তা আমাকে নস্টালজিয়ায় ফেলে সেই বসন্তের কাছেই নিয়ে যাবে। যার অস্তিত্ব কেবল স্বপনেই। যদি অলক্ষ রঙ লাগে মনে তবে তা যেন হয় বসন্তের মতই উজ্জ্বল। কেউ পারবে না আমার চিরসুন্দর ভালবাসার অধিকার টুকু হরণ করতে। আমি সোনার হরিণ খুজে নিতে নিতে একদিন এই সুন্দর বসন্তের গান ছড়িয়ে দেব বিশ্বের দরবারে দরবারে।

কে বলে এই দেশে কিছু নেই। সবই আছে। অবোধ্য চিত্রকল্পের যেমন মানে অন্তর থেকে বুঝে নিতে হয়, তেমনি আমাদের অনুভূতি দিয়েই এর মর্মরে আক্ষেপ, ভালবাসা, মূল্য বুঝে নিতে হবে। এরকম শৈল্পিক হোক সবার জীবন। সবাইকে বসন্তের শুভেচ্ছান্তে, ও দীর্ঘায়ু কামনায়...সুপ্রভাত।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৭৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।