আমাদের কথা খুঁজে নিন

   

পিকনিকে কেন যেতে চাই

www.cameraman-blog.com/

আমার পিকনিকে যাওয়ার খুব ইচ্ছা। কারণ দুইটা। প্রথম কারণ - যাদেরকে লেখার মাধ্যমে চিনি, ব্যক্তিগতভাবে তাদের সাথে পরিচিত হওয়া। দ্বিতীয় কারণ কিছু বিষয় নিয়ে ব্লগারদের সাথে এবং সম্ভব হলে সা.ই. কর্তৃপক্ষের সাথে কথা বলা। আপনি প্রশ্ন করতে পারেন - এ দায়িত্ব আমাকে কে দিল।

দায়িত্ব নয় এ হলো ব্যক্তিগত দায়। প্রথমেই বলি কর্তৃপক্ষকে কি বলতে চাই। আসলে আরিল-জানার কাছে করতে চাই কিছু প্রশ্ন। যেমন - ১. মত প্রকাশের স্বাধীনতা বলতে আরিল আসলে কি বোঝে ২. কোন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রচারণা, মত প্রকাশের স্বাধীনতার মোড়কে বাজারজাত করা কতটুকু গ্রহনযোগ্য ৩. বাংলাদেশের বেশীরভাগ মানুষ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আছে তাদের অন্তরের গভীরে। এদের বেশীরভাগ আবার ধর্মপ্রাণ মুসলমান।

মত প্রকাশের স্বাধীনতার নামে বৃহত্তর জনগোষ্ঠীর বিশ্বাসের মর্মমূলে আঘাতকারীদের সা.ই. কোন যুক্তিতে বার বার সূযোগ করে দিচ্ছে ইত্যাদি। আপনি হয়তো বলবেন - সা.ই. কর্তৃপক্ষ তো তাদের মডারেশনের মাধ্যমে তাদের অবস্থান কিছুটা স্পষ্ট করেছে। হ্যাঁ, কিছুটা - পূরোটা না। আরিল একজন ভিনদেশী যুবক। জানাকে বিয়ের সুবাদে সে এদেশে এসেছে।

তার কাছ থেকে মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক কিছু আশা করাটা বৃথা। তার কাছ থেকে যা আশা করতে পারি তা হলো এদেশের মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাবোধ। সেটা যখন পাচ্ছি না, ভাবতে হচ্ছে অন্যভাবে। দুই কারণে আরিল আর সা.ই. স্বাধীনতাবিরোধীদের প্রতি পক্ষপাতদুষ্ট। এক সে আদর্শগতভাবে জামাতের রাজনীতি ধারণ করে - যা প্রায় অসম্ভব একটি ব্যপার।

দুই সে আর্থিকভাবে জামাতের কাছে দায়বদ্ধ। আরো সোজা কথায় সা.ই. একটা জামাতি প্রতিষ্ঠান। আইরিন সুলতানা একটা ক্যাম্পেইন শুরু করেছিলেন কিছুদিন আগে - যা মাঠে মারা গেছে আমাদের সচেতন অসহযোগীতা কিংবা বিচ্ছিন্ন সহযোগীতার কারণে। সারিয়া তাসনিম তার নিজের অজান্তে ছোট্ট একটা সূযোগ করে দিয়েছেন আমাদের। যেখানে আমরা ব্লগার রা বৃহত্তর পরিসরে আলোচনা করতে পারি এসব বিষয়।

আরিল-জানাকে প্রশ্ন করতে পারতাম সরাসরি। আরিল-জানা হয়তো এ জাতীয় প্রশ্নের কোন উত্তর না দিয়ে এড়িয়ে যেত। সেটাও কিন্তু একধরণের উত্তর। আর এখন হয়তো ওদের দাওয়াতই দেয়া হবে না, দিলেও হয়তো ওরা আসবে না। না আসুক, আমি কেন সমমনা ব্লগারদের সাথে পরিচিত হওয়া আর তাদের সাথে এসকল বিষয় আলোচনা করা থেকে বিরত থাকবো ? বিঃদ্রঃ - সারিয়া তাসনিম সা.ই. এর দেশে-বিদেশে ছড়িয়ে থাকা অসাধারণ কিছু ব্লগারের কারণে এর প্রতি একধরণের ইমোশন অনূভব করে।

কারণ তাদের কারণে তার ভাতিজী 'প্রাপ্তি' এখনো হেসে খেলে বেড়াচ্ছে। আমার এমন কোন কারণ নেই, এটা ছাড়তে আমার কোন কষ্টই হবে না। তবে ছাড়ার আগে চরম সত্যটা জানতে চাই সরাসরি। আর তারও আগে চাই সমমনাদের নিয়ে বসতে। আপনি হয়তো যুদ্ধটা করছেন কলম দিয়ে ..... আমি বসতে চাচ্ছি সবাইকে নিয়ে কর্তৃপক্ষের সাথে .... লক্ষ্য অভিন্ন .... দেশদ্রোহিতা মুক্ত সুস্থ ব্লগ।

আসুন না পিকনিকে গিয়ে কথা বলি একসাথে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।