আগরতলা মামলা প্রত্যাহারের পর ১৯৬৯ সালের ২৬ অক্টোবর লন্ডন সফরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । লন্ডনে প্রবাসী বাঙালীদের ভালোবাসায় সিক্ত হন বঙ্গবন্ধু ।
গাউস খানের নেতৃত্বে একটি কমিটি ব্ঙ্গবন্ধু কে সম্বর্ধনা প্রদান করে । প্রবাসি বাঙালীদের বাংলাদেশের স্বাধীনতার প্রতি ঐক্যবদ্ধ করার লক্ষ্যে একটি মিটিং এর আয়োজন করা হয় জেরার্ড স্ট্রিটের দি গান্জেস রেঁস্তোরায় । ১৯৬৯ সালের ৬ নভেম্বর বঙ্গবন্ধু লন্ডন ত্যাগ করেন ।
১৯৭০ সালের আগস্ট মাসে আমেরিকা যাওয়ার পথে লন্ডনে যাত্রাবিরতি করেন পাকিস্থানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান । উঠেন লন্ডনের ক্লারিজেস হোটেলে । বঙ্গবন্ধুর নির্দেশে প্রবাসিরা হোটেলের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে । বিক্ষোভের এক পর্যায়ে ইয়াহিয়া খান জনতার সাথে কথা বলতে এগিয়ে আসেন । এসময় উত্তোজিত জনতা তার বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে ।
বাগবিতন্ডা হয় আওয়ামী নেতা সুলতান শরীফের সাথে ....। সুলতান শরীফ ইয়াহিয়া খানকে প্রশ্ন করেন নির্বাচনে শেখ মুজিব জিতলে তিনি কি করবেন । শেখ মুজিবকে সরকার গঠনের সুযোগ দেবেন কিনা ?ইয়াহিয়া খান তখন অসংলগ্ন কথা বলতে শুরু করেন । বলেন, পাকিস্থান ধ্বংস করার সুযোগ কাউকে দেয়া হবে না ।
তিনি স্পষ্ট জানান , তিনি প্রান দিতে পারেন পাকিস্থানের জন্য ....।
তার এই বক্তব্যে উত্তোজিত প্রবাসীরা শ্লোগান দিতে থাকে ।
Our country our right ...Save the country join the fight.
( তথ্য সুলতান শরীফ )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।