আমাদের কথা খুঁজে নিন

   

অফিস আদেশ ! ! !



তিন বছরের বেসরকারী চাকুরী জীবনের প্রতিটি দিন কেটেছে অনিশ্চয়তায়। তাই যেদিন সরকারী চাকরীতে যোগ দেবার চিঠিটি হাতে পেলাম মনে হলো অনিশ্চয়তার মেঘ বুঝি কেটে গেল . . . প্রথম কিছুদিন ভালোই গেল। তেমন কোন কাজ নাই। সকাল ৯ টায় যাই আর ঠিক বিকাল ৫ টা বাজতেই হাওয়া। এমনই চলছিল কি একদিন মনে হলো সরকারী অফিসার হয়ে প্রতিদিন বিকাল ৫টা পর্যন্ত অফিস করা তো রীতিমত আমার পূর্বসূরীদের অপমান করা।

তাই এক বৃহস্পতিবারে লাঞ্চ আওয়ারে বের হয়ে আর ফিরলাম না। আমার ভাগ্য সাধারণত খারাপ থাকে তাই বলে এতটা খারাপ কল্পনা করিনি। ঐদিনই বস খোঁজ করলেন... রবিবার সকালে অফিসে যেতেই ডাক পড়ল। আমার সরল স্বীকারোক্তি 'আমার তো কোন কাজ নাই তাই একটু আগে বেরিয়েছিলাম'। বলেই বুঝলাম বড় একটা গাধামি করে বসেছি।

এরপর থেকে আতংক হয়ে দেখা দিলো 'অফিস আদেশ'। অফিসের ছোট বড় যেকোন কাজে আমার নাম ! এতই অফিস আদেশ আসা শুরু হলো যে আমি আলাদা ফাইল খুললাম। ফাইলের উপর বড় করে লেখা 'অফিস আদেশ'। এখন আমার রুমের দরজায় পিয়ন নক্ করলে আঁতকে উঠি নতুন আশংকায়। দেশের রাজনীতিবিদদের মতো আমিও আশায় আছি এই অবস্থা হয়তো বেশিদিন থাকবে না।

সকাল ১০ টায় অফিসে গিয়ে বিকাল ৩ টায় বাসায় চলে আসার দিন আমাকে হাতছানি দিয়ে ডাকছে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.