আমাদের কথা খুঁজে নিন

   

আদিবাসী শিশুরাও স্কুলে পড়ুক মাতৃভাষায়



আদিবাসী শিশুরা সূর্য ভোরে পাহাড়ি পথ অথবা সমতলের ধুলো মাখা পথ মাড়িয়ে স্কুলের বইতে যা পড়ে তা ককবরখ, চাঙমা ? না, অ, অা ক,খ? দেবদারু হিজল অরেণ্যর ছায়ায় যে আদিবাসী শিশুবেড়ে উঠেছ একটু একটু করে বুঝতে শেখে এই অরণ্য ,পাহাড় তার যে স্বপ্ন দেখার ভাষা সেটা বইয়ের পাতায় নেই । চলতে থাকে সাংস্কৃিতক বিভাজন অথবা সাংস্কৃতিক নিপীড়ন । ভাষাভিত্তিক জাতি রাষ্ট্রে ৫২ বিষন্ন হয়ে উঠে? অপরাধীর মত প্রতিচ্ছায়ায় শোষকের অবয়ব ধরা পড়ে ; চরম ঘৃণ্যতায় রাষ্ট্র হয়ে থাকে উদাসীন তবু মাতৃভাষা দিবস উদযাপিত হয় ভাবগম্ভীর মর্যাদায় । সূর্য ভোরে পাহাড়ি পথ অথবা সমতলের ধুলো মাখা পথ মাড়িয়ে স্কুলের বইতে যা পড়ে তা ককবরখ, চাঙমা নয় অন্য ভাষা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.