সপ্ন দেখি সবসময় facebook.com/FaizulFaysal
ব্যাঙটি কেন মারা গেল?
একটি পাত্রে একটি ব্যাঙ
নিয়ে তাতে পানি দিয়ে গরম করতে শুরু করুন।পানির
তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটি তার
শরীরের তাপমাত্রার সামঞ্জস্য করতে শুরু করবে।
যতই বাড়বে ততোই পানির তাপমাত্রার সাথে নিজের
তাপমাত্রার সামঞ্জস্য করতে থাকবে। ঠিক যখন
পানি ফোটার তাপমাত্রায় পৌঁছবে তখন আর সে ওই
তাপমাত্রার সাথে মানিয়ে নিতে পারবে না।ওই
তাপমাত্রায় সে লাফ দিয়ে পাত্রের বাইরে আসার
জন্য চেষ্টা করবে।কিন্তু সে তা আর পারবে না,
কারণ সে তার সকল শক্তি পানির তাপমাত্রার
সাথে মানিয়ে নিতে ব্যয় করে ফেলেছে।এর খুব অল্প
সময়ের মধ্যে ব্যাঙটি মারা যাবে।
ব্যাঙটি কেন মারা গেল? অনেকেই উত্তর দিবেন
পানির উচ্চ তাপমাত্রার জন্য।
কিন্তু ব্যাঙটি মারা গিয়েছে এই
কারণে যে, - - কখন লাফ দিয়ে বের হতে হবে সঠিক
সময়ে তার সিদ্ধান্তে না আসতে পারার জন্য।
কপি পেস্ট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।