আমাদের কথা খুঁজে নিন

   

ইউপি চেয়ারম্যানের ওপর সাংসদের ভাইয়ের হামলা!

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজবাহউদ্দিন খানের ওপর সশস্ত্র হামলা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। চেয়ারম্যানের পরিবারের সদস্যদের অভিযোগ, কিশোরগঞ্জ-৫ আসনের সরকার দলীয় সাংসদ মো. আফজাল হোসেনের ভাই আনোয়ার হোসেন ওরফে আশরাফের নেতৃত্ব্বে আজ মঙ্গলবার সকালে সন্ত্রাসীরা ওই হামলা চালায়।
আহত ইউপি চেয়ারম্যানকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, সকালে মিজবাহউদ্দিন হজে যাওয়ার জন্য স্বজনদের সঙ্গে নিয়ে দুটি মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন।

বেলা সাড়ে ১১টার দিকে মাইক্রোবাস শহরের ফায়ার সার্ভিস অফিসের কাছে পৌঁছায়। সেখানে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের আওয়ামী লীগের সাংসদ মো. আফজাল হোসেনের ভাই আনোয়ার হোসেন ওরফে আশরাফের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসীরা দা, লাঠি দিয়ে মিজবাহউদ্দিনের ওপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাতাড়ি লাঠির আঘাতে মিজবাহউদ্দিনের বাম পা ভেঙে যায়।   ডান পা ও হাতে তিনি আঘাত পান।

ইউপি চেয়ারম্যান মিজবাহউদ্দিনের মাথায়ও সন্ত্রাসীরা দা দিয়ে কোপ দেয়। এতে তিনি জ্ঞান হারান। সন্ত্রাসীরা তাঁর ব্রিফকেস থেকে ছয় লাখ টাকা, দুটি মোবাইল সেট ও হাতের আংটি  নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.