১৫ আগষ্টের শোক সভায় হামলা ও ডাকুয়া ইউনিয়ন আ'লীগের সভাপতির ওপর হামলার ঘটনায় পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক এমপি গোলাম মাওলা রনির শ্যালক ও গলাচিপার ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকবুল খানসহ ৫জনকে পৃথক দুটি মামলায় জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
আজ পটুয়াখালী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তপন চন্দ্র রায় এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায় ২০১০ সালের ১৫ আগষ্টের শোক সভায় এবং ২০১২ সালে ডাকুয়া ইউনিয়ন আ'লীগের সভাপতি বদরুল ইসলাম বাদলের ওপর হামলার ঘটনায় গত ১০আগষ্ট গলাচিপা থানায় পৃথক দু'টি মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মকবুল খান ও তার সহযোগী সামশুল আকন, জসিম মৃধা, জালাল হাওলাদার, নিত্য হরি দেবনাথ আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরন করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।