রাঙামাটিতে এক ইউপি মেম্বারকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে জেলার বরকল উপজেলার সুবলং ইউনিয়নে এ অপহরণ ঘটনা ঘটে। অপহৃত বিমলেন্দু চাকমা সুবলং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার। পুলিশ ও স্থানীয়রা এ খবর নিশ্চিত করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে শুভলং ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার বিমলেন্দু চাকমার রুপবান গ্রামের বাড়ীতে মূখোশ পরিহিত তিনজন দুর্বৃত্ত হানা দেয়।
অস্ত্রের মূখে অপহরন করে নিয়ে যায়। এ অপহরণ ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি। তবে কি কারনে তাকে অপহরণ করা হয়েছে তা এখনও জানা যায়নি।
শুভলং ইউপি চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা পরায়ন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাতের আন্ধকারে একদল দুর্বৃত্ত তার ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বারকে অপহরণ করে নিয়ে গেছে জানতে পেরেছি। তবে কারা অপহরন ঘটনা ঘটিয়েছে তিনি জানাতে না পারলেও অপহৃতকে উদ্ধারের জন্য তিনি সহ ইউনিয়নের মেম্বাররা তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।
রাঙামাটি বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর করিম জানান, ঘটনার খবর পেয়ে আজ শুক্রবার সকালের দিকে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং অপহৃত ওয়ার্ড মেম্বারকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। তবে এ ব্যপারে অপহৃত পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন মামলা বা অভিযোগ করতে আসেনি বলে থানা সূত্র থেকে জানা যায়।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।