নিহত ফজলার রহমান ফুনু (৫৬) উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে মোটর সাইকেলে সিংড়া থেকে পারশাউল গ্রামে যাওয়ার পথে ফজলার হামলার শিকার হন বলে পুলিশ জানিয়েছেন।
হামলায় ফজলারের সঙ্গী তার ভাতিজা জিল্লুর রহমান (২৫) আহত হয়েছেন। নাটোর সদর হাসপাতালে তার চিকিৎসা চলছে।
সিংড়া থানর ওসি শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ইউপি চেয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত নাটোর সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিল। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা ফজলার ও জিল্লুরকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিল্লুরের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, তবে তিনি আশঙ্কামুক্ত।
খবর পেয়ে সদর হাসপাতালে যান এলাকার সাংসদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
ঘটনার পর থেকেই জড়িতদের ধরতে সিংড়ায় অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।