আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীন ফোন এর কি হবে? বেঁচে যাবে না ধরা খাবে? ভোডাফোন আসছে...



গ্রামীন ফোন কে বিটিআরসি নোটিশ দিয়েছে এই বলে যে কেন তাদের লাইসেন্স বাতিল অথবা স্হগিত করা হবেনা? ৩০ দিনের মধ্যে কারণ দশা'তে বলা হয়েছে গ্রামীন ফোন কে। তাঁদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তাতো সবারই জানা। অবৈধ ভিওআইপি ব্যাবসায় তাঁদের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং এর সাথে রয়েছে তথ্য গোপন করার অভিযোগ। যাইহোক, দেখা যাক বিটিআরসি কি করতে পারে গ্রামীণ এর বিরুদ্ধে কারণ টেলিনর তো আর ছেড়ে কথা বলবেনা!ডঃ ইউনুস সাহেব ও আছেন তাদের পেছনে ওনার নোবেল পুরস্কার নিয়ে। টেলিকমিউনিকেশন সেক্টরে আরো একটা খবর হলো বিখ্যাত কোম্পানী ভোডাফোন আসছে তাঁদের সাভি'স নিয়ে।

ভোডাফোন একটেলের ৫৫% কিনে নিয়েছে। বাংলালিংক তো দিন দিন সাবস্ক্রাইবার বাড়াচ্ছে। বিটিআরসির তথ্য অনুযায়ী তাঁরা এখন সাবস্ক্রাইবার সংখ্যার দিক দিয়ে দি্বতীয়। ওয়ারিদ ও মাকে'ট এ ভাগ বসানোর চেষ্টা করছে। এবং তারা অল্পদিনে বেশ ভালো করছে।

তাদের নেটওয়াক' কোয়ালিটি বেশ ভালো। সিটিসেল আর টেলিটক অল্প ব্যাবসায় করছে। একটা দারুণ অবস্হায় এসে দাঁড়িয়েছে আমাদের মোবাইল টেলিফোন মাকে'ট। পাশাপাশি কিছু কোম্পানী ফিক্সড ফোন নিয়ে বাজারে নেমেছে। দেখা যাক কি হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.