আমাদের কথা খুঁজে নিন

   

ভূমি

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

কাঁন্দে শুধু মন কেন কাঁন্দেরে কাঁন্দে শুধু মন কেন কাঁন্দেরে যখন সোনালী রুপোলী আলো নদীর বুকে বাসা খুঁজেরে দক্ষিনা বাতাসের তোড়ে খয়েরী ডিঙ্গার পাল ওড়েরে ঢেউয়ের তালে নাচে ডিঙ্গা ঝিলমিল নদীর কুলে আসিরে কাঁন্দে তবু মন কেন কাঁন্দেরে কাঁন্দে তবু মন কেন কাঁন্দেরে যখন সোনালী রুপোলী আলো নদীর বুকে বাসা খুঁজেরে মানষের স্বপন ঘুণে ধরা বৈঠা যেন দুমরায় মুচরায় যায় সব বন্ধুরে.......... কাঁন্দে শুধু মন কেন কাঁন্দেরে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।