আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ ঃ ভূমি (পর্ব - ৩)

মানুষ হিসেবে মাথা উচুঁ করে থাকতে চাই। সরকার নির্ধারিত ভূমি উন্নয়ন কর বা খাজনার হার মিজানুর রহমান জুয়েল সর্বশেষ জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কৃষি ও অকৃষি জমির ভূমি উন্নয়ন কর বা খাজনার হার নিম্নরূপ ঃ ১। কৃষি জমির ক্ষেত্রে ঃ ক। ৮.২৫ একর পর্যন্ত = ভূমি উন্নয়ন কর বা খাজনা মওকুফ। খতিয়ান প্রতি ২ টাকা।

খ। ৮.২৫ একরের উর্ধ্ব হতে ১০.০০ একর পর্যন্ত = শতাংশ প্রতি ০.৫০ টাকা হারে। গ। ১০.০০ একরের উর্ধ্বে = শতাংশ প্রতি ১.০০ টাকা হারে। ২।

অকৃষি জমির ক্ষেত্রে ঃ ব্যবহার অনুসারে এলাকা ভিত্তিক অকৃষি জমির কর ধার্য্য করা হয়েছে। ক। ঢাকাঃ কোতোয়ালী, মিরপুর, মোঃপুর, সূত্রাপুর, লালবাগ, সবুজবাগ, ডেমরা,গুলবাগ, ক্যান্টঃ, উত্তরা,টংগি, কেরানীগঞ্জ। খ। নারায়নগঞ্জঃ বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ।

গ। গাজীপুরঃ জয়দেবপুর। ঘ। চট্টগ্রামঃ কোতোয়ালী, পাঁচলাইশ, ডবলমুড়িং, সীতাকুন্ডু, হাটহাজারী, পাহাড়তলী, রাংগুনিয়া। ঙ।

খুলনাঃ কোতোয়ালী, দৌলতপুর, দিঘলিয়া, ফুলতলা। ## প্রভৃতি এলাকার বানিজ্যিক প্রতি শত্ংশ ১২৫ টাকা এবং আবাসিক ২২ টাকা হারে। চ। জেলা সদরের সকল পৌরসভা। ## বানিজ্যিক প্রতি শত্ংশ ২২ টাকা এবং আবাসিক ০৭ টাকা হারে।

ছ। জেল সদরের বাইরের সকল পৌরসভা। ## বানিজ্যিক প্রতি শত্ংশ ১৭ টাকা এবং আবাসিক ০৬ টাকা হারে। জ। পৌর এলাকা ঘোষিত হয়নাই এরূপ এলাকা।

## বানিজ্যিক প্রতি শত্ংশ ১৫ টাকা এবং আবাসিক (পাকা ভিটি) ০৫ টাকা হারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।