আমাদের কথা খুঁজে নিন

   

একটু উষ্ণতার খোজেঁ ............

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

বেশ আবহাওয়া, চারদিকে শুনশান । চৌদ্দতলার জানালার গ্লাস পেরিয়ে নিচের জমাট ঠান্ডা আবহাওয়া দারুন উপভোগ্য, আর তার সাথে যদি থাকে এক মগ ধোয়া উঠানো কফি । রাস্তায় লোকজন নেই ।

থেকে দু-চারটা রিকশা বৃষ্টি ভিজে রাস্তায় চলছে আর ফাকা রাস্তাতে হর্ণ বাজিয়ে ছুটে চলা বড়লোকের ছোট গাড়ি । ঘরে বসে আসলে উপভোগ্য দিন । সাথে একটু চানাচুর-মুড়ি মাখা ঝাল ঝাল । কিংবা পানীয়র সাথে বরফ কুচি... ঘরে মৃদুস্বরে বেজে চলে যদি রবীন্দ্রসংগীত কিংবা গজল.... আর কি চাই !!!! কিন্তু ঘর থেকে বেরুতে হবে???? মাথায় বাজ পড়লেও এতো ঘাবাড়ায় না কেউ । রাস্তায় কাদা-বৃষ্টির ঝাপটা আর আছে তো যানবহন সংকট ।

শীতের তীব্রতায় মানুষের জড়োসড়ো হয়ে যাওয়া । কোথাও একটু উষ্ণতার জন্য আগুন জ্বালানো..... কিংবা ভাবছি যাবো, একটু উষ্ণতার খোজেঁ । কিন্তু কোথায় যাবো?? একটু ঠান্ডায় ফিনফিনেয়ে পড়া বৃষ্টি ভিজে কাপতে কাপতে যাবো.... কোথাও, হয়তো কোন দরজায় , যে দরজার ওপারে তিনি আছেন সেখানে গিয়ে কড়া নাড়ব । দরজা খুলে আসবে তিনি....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.