মুতাসিমের ফালতু ব্লগে আপনাকে স্বাগতম! দুনিয়ার সব ফালতু ফালতু লেখা গুলা পাবেন এখানে।
আমাদের এক বন্ধু আছে নাম হল সালাউদ্দিন। তো তাকে আমরা প্রথম থেকেই সালা বলে ডাকতাম। তো সালা ডাকতে ডাকতে একদিন সে বস্তা হয়ে গেলো। সে থেকে এখন পর্যন্ত বস্তা নামেই সবার কাছে পরিচিত।
আবার আরো একজন আছে যাকে সবাই ডাকে মদিনা। ঘটনা কি ? তারপর জানতে পারলাম সে নাকি আমাদের স্কুলের ছাদের মদিনা টাঙ্কিটাতে পড়ে গেসিলো একদিন। তারপর থেকে সে মদিনা। ভাই অর বেহেনো আপনারা সবাইতো স্কুল জীবন পার করেছেন ? করেছেন না ? তো লিখেন না ঐ সব দুষ্টামী মাখা দিন গুলোর কথা। আপনাদের ইশকুল বয় গ্রুপতো আপনাদের পাশেই আছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।