এই অস্ত্রোপচার করবেন ডা. শামস মনোয়ার।
অস্ত্রোপচারের জন্য সালাউদ্দিনের সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু সময় স্বল্পতার কারণে ঢাকাতেই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন এই সাবেক তারকা ফুটবলার।
আগামী ২ অক্টোবর সুইজারল্যান্ডের জুরিখে ফিফার মার্কেটিং কমিটির সভা। বাফুফে সভাপতি এই কমিটির একজন সদস্য। এই সভায় উপস্থিত থাকার জন্য দ্রুত ‘রিং’ পরানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গত ১৮ সেপ্টেম্বর জন্মদিনের ঠিক আগের দিন সালাউদ্দিনের হৃদযন্ত্রে ‘ব্লক’ ধরা পড়ে। স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে দুঃসংবাদটা পান তিনি।
সালাউদ্দিনকে উদ্ধৃত করে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, “অস্ত্রোপচার সফল হওয়ার জন্য বাফুফে সভাপতি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।