তখন আমার ঘরওয়ালী কোলকাতায় আমার কন্যার কাছে গিয়েছেন। (আমার কন্যা কোলকাতায় পড়াশুনা করে)।
ক'দিন সময়মতো বাড়ী আসা-যাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই । বাড়ী ফিরতে দেরী হলে থাকবেনা ঘরওয়ালীর চোখ-রাঙ্গানী । মুক্ত পুরুষ ।
অফিস থেকে বাড়ী না ফিরে সোজা ক্লাবে। চুটিয়ে আড্ডা মেরে বাড়ী ফেরা। বেশ মজার ব্যাপার ।
বেশ রাতে বাড়ী ফিরতেই দেখি, সদর দরজা একটু খোলা । একটা হ্যারিকেন জ্বলছে ।
মা বসে আছেন।
এত রাতে মা তুমি বসে আছো কেন - আমি প্রশ্ন করতেই মা বললেন, "এমনিই"।
আমি বেশ লজ্জা পেলাম । আমার অশীতিপর মা রাত জেগে বসে আছেন, আর আমি রাত করে বাড়ী ফিরলাম । যদি লোড শেডিং (পাওয়র কাট)হয় তাই একটা হ্যারিকেন জ্বালিয়েও রেখেছেন।
কখন ছেলে ফিরে আসবে।
আমি চুপচাপ ঘরে চলে এলাম ।
একটু পরেই মা খোঁজ নিলেন - আমি খেয়েছি কিনা। (যদিও ক্লাব থেকেই খেয়ে এসেছিলাম, তবুও ভরা পেটে আবার খেলাম)।
মা শুতে গেলেন ।
পরদিন আমি আর রাত করে ফিরতে সাহস পেলাম না । মা খুশি হয়েছিলেন নিশ্চয়ই। কিছু বলেননি।
আজ রাত করে ফিরে এলেও আর কেউই হ্যারিকেন জ্বালিয়ে বসে থাকবেন না। গত ৭/১ তারিখে পরিণত বয়সে আমার মা প্রয়াত হয়েছেন।
আজ অনেক দিন পর অফিস আসবার সময় বার বার মার কথাই ভাবছিলাম।
স্মৃতি সততই সুখের হলেও দুখের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।