আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতি সততই দুখের-



তখন আমার ঘরওয়ালী কোলকাতায় আমার কন্যার কাছে গিয়েছেন। (আমার কন্যা কোলকাতায় পড়াশুনা করে)। ক'দিন সময়মতো বাড়ী আসা-যাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই । বাড়ী ফিরতে দেরী হলে থাকবেনা ঘরওয়ালীর চোখ-রাঙ্গানী । মুক্ত পুরুষ ।

অফিস থেকে বাড়ী না ফিরে সোজা ক্লাবে। চুটিয়ে আড্ডা মেরে বাড়ী ফেরা। বেশ মজার ব্যাপার । বেশ রাতে বাড়ী ফিরতেই দেখি, সদর দরজা একটু খোলা । একটা হ্যারিকেন জ্বলছে ।

মা বসে আছেন। এত রাতে মা তুমি বসে আছো কেন - আমি প্রশ্ন করতেই মা বললেন, "এমনিই"। আমি বেশ লজ্জা পেলাম । আমার অশীতিপর মা রাত জেগে বসে আছেন, আর আমি রাত করে বাড়ী ফিরলাম । যদি লোড শেডিং (পাওয়র কাট)হয় তাই একটা হ্যারিকেন জ্বালিয়েও রেখেছেন।

কখন ছেলে ফিরে আসবে। আমি চুপচাপ ঘরে চলে এলাম । একটু পরেই মা খোঁজ নিলেন - আমি খেয়েছি কিনা। (যদিও ক্লাব থেকেই খেয়ে এসেছিলাম, তবুও ভরা পেটে আবার খেলাম)। মা শুতে গেলেন ।

পরদিন আমি আর রাত করে ফিরতে সাহস পেলাম না । মা খুশি হয়েছিলেন নিশ্চয়ই। কিছু বলেননি। আজ রাত করে ফিরে এলেও আর কেউই হ্যারিকেন জ্বালিয়ে বসে থাকবেন না। গত ৭/১ তারিখে পরিণত বয়সে আমার মা প্রয়াত হয়েছেন।

আজ অনেক দিন পর অফিস আসবার সময় বার বার মার কথাই ভাবছিলাম। স্মৃতি সততই সুখের হলেও দুখের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.