ইমরোজ
ছবিটি লক্ষ করুন। একে কী বলবেন? একজন সন্ত্রাসী নাকি আর্মি? আচ্ছা আমরা আর্মিই বলে থেকি।
আচ্ছা রাস্তায় আইডেন্টিটি ড্রেস ছাড়া একটা লোকের হাতে এই অস্ত্র থাকলে তাকে কী বলতেন? সন্ত্রাসী? আর ড্রেস পড়া থাকলে আর্মি। আমি বলি সরকারী সন্ত্রাসী।
দেখুন, সরকারী চ্যানেল থাকে, তার সাথে বেসরকারী চ্যানেল থাকে, সরকারী আইন শৃঙ্খলা বাহিনী থাকে, তেমনি বেসরকারি গার্ড থাকে।
আর বেসরকারী সন্ত্রাসী থাকে যাদের নাম উঠে ওয়ান্টেড লিস্টে, আর সরকারী সন্ত্রাসী অর্থাৎ আর্মির নাম থাকে জাহাঙ্গির গেটের ভেতরের লেনে লেনে, অথবা বার আর ক্লাবের প্রধান হিসেবে। খুবই ইন্টেরেস্টিং তাই না? আমার এই মন্তব্যকে বাকা চোখে দেখছেন?
দেশটা কোন লাফাঙ্গার হাতে পড়ছে কেউ কী জানেন? আচ্ছা বলছি। আজকের ঘটনা। আমাই আর বাবা বাজার করে ফিরে আসছিলাম। এমন সময় এক পুলিশ আমাদের থামালেন।
থামিয়ে লোকটি বাবাকে বললেন, "গাড়ির কাগজ দেখি"?
ড্রাইভার কাগজ বের করতে করতে বাবা বললেন, "কাগজ পাতি ঠিক আছে, দেখেন কোন অসুবিধা নাই, বাজার করে ফিরছিলাম"।
পুলিশ অফিসারের চোখে কেমন যেন অসহাত্ব। বাবাকে বললেন, "আচ্ছা ঠিক থাকলে দরকার নাই দেখার। " তারপরের কথাগুলো বলি আমার সারা জীবন মনে থাকবে,
-আপনার গাড়ির সামনে একটা আর্মির গাড়ি ছিলো। দাড়াতে বলেছিলাম।
কাগজ দেখতে চাইলাম, বলল। "আমারে চিনেন আমি অমুকের অমুক হই" এই সেই, কাগজ দেখি ঠিক নাই, সব ফলস, আমি বললাম, আপনার গাড়ির তো কেস হবে, লোকটি গাড়ি জোর করে চালিয়ে চলে গেল, যেন আমরা কিছুই না। আমাদের কোন মূল্যই নেই। আমি বলি আপনারা নিয়ম শৃঙ্খলা না মানলে দেশ চালাচ্ছেন কেমন করে? আর কতদিন চালাবেন এইভাবে?
পুলিশ অফিসারটি বাবাকে বললেন, "হিসাব মিলে না ভাই, সারাদিন এত কষ্ট করে হিসাব মিলাতে পারি না"।
এমন দিন বেশি কী দূরে যেদিন পুলিশ এই সরকারের কোন আদেশ মানবে না? তখন? পরিস্থিতির জন্য দ্বায়ি করা হবে রাজনীতিবীদ দেরই দেখবেন।
আমার বাসার পাশে একটা বার আছে। যার নাম গ্যালাক্সি। এই বারে রাতে এখন ব্যান্ড শো হয়, আর বাইরে জলপাই রঙ্গের গাড়ি দাঁড়িয়ে থাকে। কী অদ্ভূদ উটের পিছে চলছে স্বদেশ!
(সহব্লগার মানুষ আর বিষাক্ত মানুষকে খুব মিস করি, কী করব আর আর্মিময় বাক স্বাধীনতা আমাদের সব)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।