আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা জিয়ার ৬ষ্ঠ কারামুক্তি দিবস আজ

বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার ৬ষ্ঠ কারামুক্তি দিবস আজ। ২০০৭ সালে ওয়ান-ইলেভেন সরকারের সময় গ্রেফতার হয়ে এই দিনে মুক্তি পান তিনি। দিবসটি উপলক্ষে আজ বিকাল ৩টায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সারা দেশেও বিএনপির এবং এর অঙ্গসংগঠনগুলো একইভাবে দিবসটি পালন করবে। এদিকে দিবসটি উপলক্ষে গতকাল বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাণীতে দলেল মুখপাত্র বলেন, দেশি-বিদেশি চক্রান্তকারীরা বিরোধীদলীয় নেতার কাছ থেকে স্বার্থ আদায় করতে না পেরে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে ওঠে। এরই অংশ হিসেবে ২০০৭ সালের ১১ জানুয়ারি সংবিধানবহির্ভূত পন্থায় ক্ষমতা দখলকারীরা জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করে।

মাইনাস তত্ত্বের অভিনব অপকৌশল অবলম্বন করে ও মিথ্যা অপপ্রচার চালিয়ে বেগম খালেদা জিয়াকে তার স্বদেশ ও জনগণের কাছ থেকে সরিয়ে নেওয়ার কুটিল চক্রান্ত চালানো হয়। কিন্তু জনগণের অকুণ্ঠ সমর্থন ও আস্থা এবং দেশের প্রতি নিঃস্বার্থ আত্দনিবেদনের কারণে বেগম খালেদা জিয়াকে দেশছাড়া করতে ষড়যন্ত্রকারীদের কূটকৌশল ব্যর্থ হয়। এক বছর পরে এই দিনে তাকে মুক্তি দিতে তারা বাধ্য হয়।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.